এই আর্টিকেলে টেক ট্রিবিউন ২৪ ডটকম ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং/অথবা অন্যান্য সেবার গোপনীয়তা নীতিমালা (Privacy Policy) বর্ণিত হল। এটি সময়ের সাথে হালনাগাদ করা যেতে পারে। এ সম্পর্কে আপনার/আপনাদের যেকোনো মতামত বা পরামর্শ জানাতে চাইলে ইমেইলে admin@techtribune24.com এড্রেসে যোগাযোগের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
  • এই ওয়েবসাইট এবং সাইটের লেখাগুলি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহীত হয়। সাইটের মাধ্যমে কোনও ইউজারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সেগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার করা আমাদের উদ্দেশ্য নয়।
  • ইমেইল সাবস্ক্রিপশন সেবার জন্য আমরা অটোম্যাটিকের ব্লগার ব্যবহার করি। আমরা কখনোই স্প্যামিং করিনা। আমরা ব্লগারের নিরাপত্তার ওপর আস্থা রাখি, এবং আমরা নিজেরা ব্যবহারকারীদের তথ্যের সর্বোচ্চ সুরক্ষা দেয়ায় সদা সচেষ্ট। আপনি চাইলে যেকোনো সময় আমাদের প্রেরিত ইমেইল ওপেন করে সেখান থেকে সাবস্ক্রিপশন নিয়ন্ত্রণ বা বন্ধ করতে পারেন।
  • সাইটে যেসব তৃতীয় পক্ষের বিজ্ঞাপন প্রদর্শিত হয়, সেগুলো সংশ্লিষ্ট কোম্পানিই সরবরাহ করে থাকে। নির্দিষ্ট কোনো বিজ্ঞাপন সম্পর্কে ফিডব্যাক দিতে চাইলে সাহায্যের জন্য এই লিংক দেখুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।
  • এই ওয়েবসাইটে তথ্যসূত্র সরবরাহের উদ্দেশ্যে অন্যান্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে।
  • সাইটে প্রত্যেকেই নিজ নিজ মন্তব্য ও পোস্ট/কনটেন্টের জবাবদিহিতা/কপিরাইট সংরক্ষণ করবেন। সাইট অ্যাডমিন চাইলে, কমিউনিটির স্বার্থে ক্ষতিকর/বিভ্রান্তিমূলক কনটেন্ট সম্পাদন করার অধিকার রাখেন।
  • আমরা এই ওয়েবসাইট ও এর সম্ভাব্য আওতাধীন সংশ্লিষ্ট অন্যান্য কনটেন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করে থাকি। এ ব্যাপারে সবার সহযোগিতা একান্ত কাম্য।

If you want us to remove your data, please email us at: admin@techtribune24.com

Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.